তুমি না হয় এবার আসো, না হয় এবার -
আমার বিদায় বসন্তে।
পাখি ডাকা ভোরে মনের বাগানে কত ফুল-
ফুটে,রং-বেরঙ্গের, সুরভিত সৌরভে
আন্দোলিত হয় আনন্দে।
ভরা বর্ষায় আশায় আশায় ছিলাম আসবে,
অতি গোপনে দুর্মূল্যের বাজারে ;
সুখের অনুসন্ধানে।
মাঠে ঘাটে জলে জোয়ারে শিউলী ঝরা ভোরে,
মনোদৈহিক চাওয়াতে অস্থির সময়ে;
ছুটে আসবে দূরান্ত দুপুরে।
রাগে অনুরাগে হয়তো বা সময়ে ফেরে ফিরবে-
হেমন্তে,দলছুট মেঘে মেঘে নীল নীলিমায়;
ধীরে ধীরে জমা মিলনের অশ্রুতে।
কুয়াশার শিশিরে ক্ষোভে ক্ষোভে জমা হলো হৃদে,
ফিরে দেখি আলেয়ারআলোতে ;
আশার সন্চার আজও অনন্তে।
দেখে দেখে বেলা গেল আশা নিরাশার আলোতে,
কত বসন্তে কোকিলের সুরে সুরে;
আসবে ছন্দে নূপুর নিক্কনে।
তুমি না হয় এবার আসো, শুধু এবার ;
আমার বিদায় বসন্তে।
আমার বিদায় বসন্তে।
পাখি ডাকা ভোরে মনের বাগানে কত ফুল-
ফুটে,রং-বেরঙ্গের, সুরভিত সৌরভে
আন্দোলিত হয় আনন্দে।
ভরা বর্ষায় আশায় আশায় ছিলাম আসবে,
অতি গোপনে দুর্মূল্যের বাজারে ;
সুখের অনুসন্ধানে।
মাঠে ঘাটে জলে জোয়ারে শিউলী ঝরা ভোরে,
মনোদৈহিক চাওয়াতে অস্থির সময়ে;
ছুটে আসবে দূরান্ত দুপুরে।
রাগে অনুরাগে হয়তো বা সময়ে ফেরে ফিরবে-
হেমন্তে,দলছুট মেঘে মেঘে নীল নীলিমায়;
ধীরে ধীরে জমা মিলনের অশ্রুতে।
কুয়াশার শিশিরে ক্ষোভে ক্ষোভে জমা হলো হৃদে,
ফিরে দেখি আলেয়ারআলোতে ;
আশার সন্চার আজও অনন্তে।
দেখে দেখে বেলা গেল আশা নিরাশার আলোতে,
কত বসন্তে কোকিলের সুরে সুরে;
আসবে ছন্দে নূপুর নিক্কনে।
তুমি না হয় এবার আসো, শুধু এবার ;
আমার বিদায় বসন্তে।
Comments