উবার_প্রিমিয়ার
"ভরসা" প্রমো পাওয়ার পর আজকে প্রিমিয়ার উবার রাইড নিবো বলে মনস্থির করলাম। কিন্তু একি!! টয়োটা রাশ গাড়ি প্রিমিয়ারে দেখে আমি তো পুরাই অবাক!! বারবার গাড়ির নাম্বার মিলাই। এরপর চড়ে বসার পর সত্যি ভাল্লাগছে। মনোয়ার সাহেব ভালো ড্রাইভার। উনার মালিক ১ মাসের পরীক্ষামূলক ভাবে রাশ নামিয়ে দেখছেন কি রকম ইনকাম হয়। গাড়ির কন্ডিশন-এসি-ইন্টেরিওর সব ভাল্লাগছে। মনোয়ার সাহেবের এটিচ্যুড পজিটিভ। কিছু টুকটাক সাজেশন দিলাম উনাকে। রাইড শেষে ১৭৫/- ফেয়ার দেখে উনি বিন্দুমাত্র বিরক্ত হলেন না। সব মিলায়ে খুব প্লিজেন্ট আর জোস প্রিমিয়ার রাইড নিলাম।
৬* দিলাম উইথ কমপ্লিমেন্ট।
উবার প্রিমিয়ার হবে তো এরকম হবে
হ্যাপি উবারিং!!
"ভরসা" প্রমো পাওয়ার পর আজকে প্রিমিয়ার উবার রাইড নিবো বলে মনস্থির করলাম। কিন্তু একি!! টয়োটা রাশ গাড়ি প্রিমিয়ারে দেখে আমি তো পুরাই অবাক!! বারবার গাড়ির নাম্বার মিলাই। এরপর চড়ে বসার পর সত্যি ভাল্লাগছে। মনোয়ার সাহেব ভালো ড্রাইভার। উনার মালিক ১ মাসের পরীক্ষামূলক ভাবে রাশ নামিয়ে দেখছেন কি রকম ইনকাম হয়। গাড়ির কন্ডিশন-এসি-ইন্টেরিওর সব ভাল্লাগছে। মনোয়ার সাহেবের এটিচ্যুড পজিটিভ। কিছু টুকটাক সাজেশন দিলাম উনাকে। রাইড শেষে ১৭৫/- ফেয়ার দেখে উনি বিন্দুমাত্র বিরক্ত হলেন না। সব মিলায়ে খুব প্লিজেন্ট আর জোস প্রিমিয়ার রাইড নিলাম।
৬* দিলাম উইথ কমপ্লিমেন্ট।
উবার প্রিমিয়ার হবে তো এরকম হবে
হ্যাপি উবারিং!!
Comments