অসাধারন একটি হাদীসঃ
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
আল্লাহ
তা’য়ালা, ফেরেশতাগণকে আদেশ
দিয়ে বলেন,
হে আমার ফেরেশতাগণ!
“আমার বান্দা যদি কোন অসৎ কাজ
করার
ইচ্ছা করে,
তবে উহা পাপ হিসেবে লিখিও না,
যতক্ষণ
সে উহা বাস্তবায়ন না করে।
যদি উহা বাস্তবায়ন করেই
ফেলে তবে মাত্র
একটি পাপ লিখে দাও।
আর যদি আমার ভয়ে উহা পরিত্যাগ
করে,
তহালে উহা একটি সৎকাজ
হিসেবে লিখে দাও।
আর যদি কোন সৎকাজের
ইচ্ছা করে তবে উহা একটি সৎকাজ
হিসেবে লিখে দাও।
আর যদি উহা বাস্তবায়ন
করে তাহলে তা দশগুণ থেকে সাতশ গুণ
পর্যন্ত বৃদ্ধি করে লিখে দাও।
[সহীহ বুখারী, হাদীস নং ৬৯৪৭;
সহীহ
মুসলিম, হাদীস নং ১৩৮]
Comments