আমার ভাবী রান্নাটা অনেক ভালো রাধেঁন।
ঠিক আমার মায়ের মতো।
ঠিক আমার মায়ের মতো।
![Image may contain: 1 person, sitting and indoor](https://scontent-sin6-2.xx.fbcdn.net/v/t1.0-9/24129732_515920652112250_1931300595154101127_n.jpg?oh=1854b5c754f6d4984ad45fab47b611d1&oe=5A98D50F)
ঢাকাতে যখন মেসের খাবার খেয়ে মায়ের কথা মনে পড়ে তখনি ভাবির কাছে যেতাম । ভাবির রান্না করা খাবার খেয়ে মনে হতো_ মা _ মনে হয় রান্নাটা করেছেন।কিন্তু অনেক দিন ধরে ভাবী অসুস্থ্য হওয়ায় উনার রান্না করা খাবার খেতে পারছিনা । আর "মা"তো থাকেন সেই গ্রামের বাড়ী টাংগাইল ।মায়ের কাছেও যেতে পারছি না ।আমার ভাবীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১৫ দিন যাবৎ আছেন।
উনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে
উনি তারাতারি সুস্থ্য হোন।
পাঠকের মতামত?
Comments