কুমিল্লায় সদর দক্ষিন তুলাতলী বেলঘর গ্রামে পারিবারিক বিরোধে বসতবাড়ী ভাংচুর ও লুটপাট,কুমিল্লায় সন্ত্রাসী হামলা ও লুটপাটের শিকার দুইটি দরিদ্র পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। জেলার সদর দক্ষিন উপজেলার তুলাতুলী বেলঘর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গ্রামবাসী ও ক্ষতিগ্রস্থরা জানায়, পারিবারিক বিরোধের জের ধরে ওই গ্রামের শিবলু রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত বৃহস্পতিবার ওই গ্রামের দিনমজুর আলী আক্কাস এবং পান্না বেগমের বসতঘর ভাংচুরসহ তাদের লক্ষাধিক টাকার স্বর্নালংকার, নগদ টাকা ও মুল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়।
এ সময় তাদের হামলায় পান্না বেগমের প্রতিবন্দী মেয়ে রিয়া আক্তার (০৬), লিজা আক্তার (২০), আংকুরের নেছা (৬০), পান্না বেগম (৪০), আলী আক্কাস (৫০) গুরুতর আহত হয়। এ ঘটনার পর এখনো ওই দুটি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
আহত পান্না আক্তার জানান, জামাত নেতা শিবুল রহমানের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালিয়ে আমাদের মারধর করে বাড়ী ঘরে ভাংচুর ও লুটপাট চালিয়ে আমাদেরকে সর্বশান্ত করে দিয়েছে।
স্থানীয় বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার এবং সদর দক্ষিণ থানাধীন ভুশ্চি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর কৃষ্ণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর দক্ষিণ থানাধীন ভুশ্চি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর কৃষ্ণ জানান, ক্ষতিগ্রস্থরা থানায় অভিযোগ করলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো
Comments