আচ্ছা কেউ কখনো জ্বীন দেখেছ??
আমি যা দেখেছি, তাকে কি জ্বীনে ধরা মানুষ বলে না কি ঘটনা...আজও বুঝতে পারিনাই..আমার কিছু অভিঙ্গতা আজ শেয়ার করি...
ছোট বেলায় বাসায় একটা কাজেরমেয়ে ছিল ও হঠাৎ করে ফ্লোরে বসে পরে চোখ বন্ধ করে ... আল্লাহু আল্লাহু করে বসে বসে ঘুরতো অনেকক্ষন এমন করার পর বেহুস হয়ে যেত....ভয় পেতাম আবার মনে মনে হাসতাম আরে ধুর এটা ওর কোন রোগ হবে..হতে পারে সেটা মৃগী না কি রোগ বলে ওসব কিছু....
যখন ক্লাস নাইনে পড়ি , তখন আর একটা মেয়ে থাকতো, আমি ওঁকে নিয়ে ঘুমাতাম একা ভয় লাগতো তাই .. একদিন ঘুমের মধ্যে হঠাৎ শুনি " লা ইলাহা ইল্লালাহ্ পরছে চোখ বন্ধ করে . আবার জিগির করতে করতে কেঁদেও দিত .. প্রায় ১০ মিনিট ধরে এমন করতো..চিৎকার দিয়ে আমি খাট থেকে নিচে .. সবাই এসে ওঁকে ধাক্কাধাক্কি করা হলো তাও হুস আসেনা .. কিছুক্ষন পরে বেহুস ...আস্তে আস্তে হুস আসতো ... তার সাথে এতক্ষন কি হয়েছে কিছুই জানেনা....মাঝে মাঝেই এমন হতো...এটা ছিল কি ? অবাক হইতাম এইটা কি ছিল???
আবার দেখা হলো তখন অনার্সে পড়ি , আমাদের জমির একটা পাহারাদারের ছোট ঘর ছিল বাসার পিছনে..বুড়া একটা চাচামিয়া তার বউ আর মেয়েকে নিয়ে থাকতো..হঠাৎ একদিন দেখি সন্ধ্যার পরে চাচামিয়া খুব দৌড়া দৌড়ি করছে.. আর ওনার ফ্যামিলী চিৎকার করছে .. জাপটে ধরে রাখতে পারছে না, তার নাকি অনেক শক্তি বেড়ে গেছে ..চাচামিয়াকে জোর করে ঘরে হাত পা বেধে ঘরে শুইয়ে রেখেছে ..সে শুয়ে শুয়ে গানগাচ্ছে চিনচিনে গলায়.. “আমি কোকাপ শহর যামু” আমি ওনার ঘরের বেড়ার ফাঁকা দিয়ে দেখতে গেছি ...হাতে যদিও লোহা নিছি .. একটু ভয় ভয় ও লাগছিল..চোখ গুলো ইয়া বড় বড় করে যেই না আমার দিকে তাকালো ..চিৎকার দিয়া দে দৌড়..
আমি হাসতাম আর বলতাম আরে এগুলো মৃগী রোগ.. ডা: দেখা ঠিক হবে...ওনার ফ্যামিলী বলে আফা আপনি বিশ্বাস করেন না ?? ওনার সাথে পরী আসে.. তারে নিয়া যাইতে চায়..আমি হাসতে হাসতে শেষ হইতাম.. পরির কি খাইয়া দাইয়া কাম নাই ?? এই কাউল্লা বুইড়া বেটারে নিয়া কি করবে????😛😛
একদিন গভীর রাত ঘুম নাই চোখে ১২ টার পরে হবে, আমি আর বইন শাওন শুয়ে শুয়ে গল্প করছিলাম.. দোতলায় উপরে টিননের চালাতে ধুপ করে একটা আওয়াজ হলো , অনেক জোরে , গা শিউরে উঠলো...ভাবলাম কোন বিড়াল লাফ দিছে.. তারপরও কেমন যেন একটা ভয়ের অনুভুতি..বিড়াল এত শব্দ???ঠিক ৫ মিনিটের মধ্যেই চাচামিয়ার ঘর থেকে চিৎকার চেচামেচি...সে কোকাপ শহর যাবার গান ধরছে...ভাবছিলাম আসলেই কি পরী আছে.. আবার হেসে উড়িয়ে দিলাম..কিন্তু ঐদিন একটা ভয় কাজ করছিল..কি ছিল ওটা ???
আবার এলো একদিন এমন রাত .. রাত ১ টার দিকে আমাদের দরজার উপর ধাক্কাধাক্কি চাচামিয়ার ফ্যামিলীর কান্নাকাটি.. সবাই বের হয়ে গিয়ে যা দেখলাম , আমার চোখ বিশ্বাস করতে পারছিল না..ওদের ঘরের কোনাতে একটা কড়াই গাছ ছিল মোটা.. রাত ১ টায় ওই গাছের মাঝামাঝিতে একটা ডাল জড়িয়ে ধরে চাচা ঘুমচ্ছে....তার কোন হুস নেই..আঁশে পাশের কয়েকজন লোক মই নিয়ে তাকে নামাতে গেল... তার গায়ে টাচ করতেই মনে হলো সে একদম হালকা হয়ে পরে যাচ্ছিল গাঁছ থেকে..সবাই মিলে ধরেটরে নামানোর পরেই , হুস ফিরে গালাগাল্ শুরু ... ওই মশারী টানাসনাই ?? এত মশা ক্যা???
ঐদিনের দৃশ্য দেখে নিজে নিজে যুক্তি বের করলাম.. ঐ বুড়া মানুষটা অত গভীর রাতে গাছেও বা কেন চড়ে ঘুমবে?? আবার ওনাকে টাচ করতেই ওনার শরীরটা কেন ছেড়ে দিল ...
ভেবে পেলাম এটা জ্বীন পরী কিছু একটা ছিল....
ভয়ে অস্হির হয়ে ঘরে ঢুকে বিছানায় যেতেই দাদু গল্প শুরু করলো, যানিস আমিও না আমার দাদীর সাথে ঘুমাতাম.. আমার দাদীর সাথে না জ্বীন ছিল..একদিন ঘুম ভেঙ্গে দেখি আমার দাদী পাশে মরে আছে....
আল্লাগো !! এইডা কি কইলো দাদু !!!!!😱😱😱আমি বিছানা দিয়া নাইম্না দে দৌড়.....
collected from Maksuda Liza
Comments